১২ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা না হলেই বুঝব উদ্দেশ্য অসৎ : মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলে সেটিকে অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে হাব, বায়রা ও অ্যাটাব—এই তিন সংগঠনের সঙ্গে এক নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শুনছি নির্বাচনের ফল ঘোষণা করতে অনেক সময় লাগবে। কেন? নির্বাচন শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যেই ফল দেওয়া সম্ভব, সর্বোচ্চ ১২ ঘণ্টা লাগতে পারে। এর বেশি সময় হলেই বুঝতে হবে অসৎ কোনো উদ্দেশ্য আছে। শেখ হাসিনা এক স্টাইলে কাজ করেছেন, আপনারা আরেক স্টাইলে করবেন—তা হতে পারে না। ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের কোনো পোলিং এজেন্ট ঘরে ফিরে যাবে না।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মনে হচ্ছে, শুধু ঢাকা-৮ আসনেই নির্বাচন হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে, যাতে এখানকার ঘটনা দেখিয়ে সারাদেশের নির্বাচন বানচাল করা যায়। নানা ধরনের উসকানি দেওয়া হচ্ছে। আমরা ধৈর্য ধারণ করছি। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে ধৈর্য ধরার শক্তি দিয়েছেন।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, শুধু তাকে সমর্থন দিলেই চলবে না, দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে। প্রতিটি ওয়ার্ড ও বাজারে যদি ১০ জন ভোটারের সঙ্গে কথা বলেন, তাহলে সেটিই হবে আমার সবচেয়ে বড় শক্তি। শুধু আমার জয় নয়, সারাদেশে বিএনপির জয় নিশ্চিত করাই লক্ষ্য।

বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন, হাসিনা চলে যাওয়ার পর আমরা যতটা ভালো থাকার কথা ছিল, ততটা ভালো নেই। শুধু পুলিশি নির্যাতন থেকে মুক্তি পেয়েছি—এর বাইরে কোথাও স্বস্তি নেই। এটা আমাদের দুর্ভাগ্য।

নির্বাচনকে ত্যাগের ফসল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কোনো দান নয়। মুক্তিযুদ্ধও কোনো দান ছিল না। ১৭ বছর ধরে আমরা আন্দোলন করেছি, অসংখ্য মানুষ শহিদ হয়েছেন, গুম হয়েছেন। সেই ত্যাগের ওপর দাঁড়িয়েই আজকের এই নির্বাচন।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আজ অনেকে বলে বয়স হয়ে গেছে। কিন্তু যে অভিজ্ঞতা আমার আছে, তা নতুনদের নেই। রাজনীতি শুধু স্লোগান বা সভা-সমাবেশ নয়, সারাজীবনের কর্মফলই শেষ পর্যন্ত ভোটে প্রতিফলিত হয়।

তিনি আরও বলেন, আজ কিছু অর্বাচীন ছেলে গজিয়েছে, যারা শুধু বকাবাজি করে। এলাকার মানুষ আমাকে চেনে। ঢাকা-৮ একটি ব্যবসায়িক এলাকা—কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে স্বার্থের জন্য আমাকে এক কাপ চা খাওয়াতে পেরেছে। দেশকে এই অর্বাচীনদের হাত থেকে বাঁচাতে আন্দোলন নয়, ভোটই যথেষ্ট।

শেষে তিনি ভোটার ও কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কষ্টার্জিত ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শুনছি, একটি দল ৪০ লাখ বোরখা বানিয়েছে—নারী সেজে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হতে পারে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘গুপ্ত’ নিয়ে যা বললেন জামায়াত আমির

অতীতে কে কী করেছে— তা নিয়ে অনেকে গুপ্ত, সুপ্তসহ আরও কত কিছু যে বলে, তার কোনো সীমা নেই। যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়ে ছিলেন, তারাই আজ মজলুমদের নিয়ে এসব বলছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২ ঘণ্টা আগে

বিএনপি জয়ী হলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং উন্নয়নের পরীক্ষিত রাজনৈতিক দল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

২ ঘণ্টা আগে

আমি তো ঘরের ছেলে, আবার আসব: তারেক রহমান

বগুড়া সফর শেষে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরের ছেলে, আবার আসব। আপনারা দোয়া করবেন।

৩ ঘণ্টা আগে

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি।

৪ ঘণ্টা আগে