দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সম্পদ সৃষ্টি এবং সঠিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য।

সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নের বিষয়টি ৫৪ বছর আগে থেকেই সংবিধানে লিখিত আকারে আছে। তাহলে কেন আজ এ বিষয়টির জন্য নতুন করে দাবি তুলতে হচ্ছে? আজ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আমরা যে দাবি-দাওয়ার কথা বলছি, সেটি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদ সৃষ্টি। সম্পদ সৃষ্টির মাধ্যমেই দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে হবে এবং এর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য।

নিজের পেশাগত পরিচয় তুলে ধরে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি শ্রমিকদের প্রতিনিধি নই। আমি শিক্ষকতা করেছি। এ জন্য আমাকে অনেকে মানুষ গড়ার কারিগর বলেন। আমি ওঠাবসা করি শ্রমিকদের সঙ্গে, নিজে শ্রমিক না হয়েও। সে কারণেই বলছি, আমাকে যখন কেউ মানুষ গড়ার কারিগর বলে, আমি তখন তাদের বলি-শ্রমিকরাও কিন্তু দেশ গড়ার কারিগর।

মঈন খান বলেন, সাধারণ মানুষ, শ্রমিক-জনতা যদি রাজনৈতিক দলগুলোর ওপর সঠিক চাপ বজায় রাখতে পারে, তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। পৃথিবীতে কেউ আপনা-আপনি কিছু করে না। দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি পূরণ হয়নি, তাই এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বিরল। যারা সুবিধাবঞ্চিত, জোর করে তাদের অধিকার ছিনিয়ে না নিলে তারা কোনোদিন অধিকার পাবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

যে ফল সন্ধ্যার মধ্যে পাওয়া যেত, এবার ২-৩ দিন লাগবে কেন: প্রশ্ন মির্জা আব্বাসের

মির্জা আব্বাস পরামর্শ দিয়ে বলেন, ‘বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কী করেছো এবং ভবিষ্যতে কী করবে সেটা বলো। আমার জন্য তুমি কোথা থেকে এসেছো তা গুরুত্বপূর্ণ নয়। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো না, এটি গুনাহ।’

১ দিন আগে

তিন মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা ছেড়ে যাইনি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'দু-একজন নেতা এখন বলছেন, আমরা এত অসৎ ছিলাম, আপনারা সৎ ছিলেন তো কেন ছেড়ে গেলেন না? আমরা ছেড়ে যাইনি যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।'

১ দিন আগে

দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন

বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ঘটনাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে মিটিং-মিছিল করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেন এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।’

১ দিন আগে

বিগত নির্বাচনগুলোতে কথা বলতে পারিনি, শুধু কেঁদেছি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০১ সালের নির্বাচনে জনসাধারণ বিশেষ করে মা-বোনেরা যেভাবে ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকা দিয়ে তাঁকে মালা উপহার দিয়েছিলেন, সেই ভালোবাসার ঋণ তিনি ভুলতে পারেননি। তিনি জানান, বিগত নির্বাচনগুলোতে তিনি কথা বলতে পারেননি, শুধু কেঁদেছেন। এবার একটি সুয

১ দিন আগে