top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিল পুলিশ

আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিল পুলিশ

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জুর পারিবারিক সূত্র জানায়, তিনি ডিবি অফিস থেকে সরাসরি ইত্তেফাকে যান, সেখান থেকে ধানমন্ডিতে নিজ বাসায় অবস্থান করছেন।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেছিলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

r1 ad
r1 ad
top ad image