বাংলাদেশ থেকে আম-পেয়ারা-কাঁঠাল আমদানি করবে চীন

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিসে একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছি।
শফিকুল আলম বলেন, আমরা চীনে কাঁঠাল বড় পরিসরে রপ্তানি করতে পারব। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বড় আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ জন্য আমাদের চার মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর
আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। এ তথ্য জানিয়ে শফিকুল আলম বলেন, আশা করছি প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে।
এর আগে দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে প্রেস সচিব বলেন, সভায় এক লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। এসব শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো অবস্থায় রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা ও সমতাপূর্ণ হতে হবে।
আরেক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, চীনের কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে। সেখানে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন। এটি ভালো খবর। তবে প্রধান উপদেষ্টা চাইছেন, চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। সেটি হলে আমরা চীনের উন্নতমানের চিকিৎসা আমাদের দোরগোড়ায় পাব।
শফিকুল আলম আরও বলেন, অধ্যাপক ইউনূস চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার এবারের সফরে প্রধান ফোকাস থাকবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যেন চীনা বিনিয়োগ আনা যায়।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।