top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের

প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদের
জাসদ

বর্তমান সংবিধানের আলোকে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব বাংলাদেশ জাসদ দিয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।

শনিবার (৩১ আগস্ট) যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা শেষে বেরিয়ে এ কথা বলেন তিনি।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, পুলিশ সংস্কার একটা বড় কাজ। রাষ্ট্রের জন্য পুলিশকে তৈরি করা, কালো আইন বাতিল। পুরো বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে।

চুরি, দুর্নীতি সামাল দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, দণ্ডিত দুর্নীতিবাজরা যাতে কোনদিন নির্বাচনে আসতে না পারে। কালো টাকা বাংলাদেশর রাজনীতিতে রিসাইকেল না হয়, সেদিকে কঠোর নজরদারি করতে হবে।

দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আমরা মুক্তিযুদ্ধের পর দেশটাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও দেশ গঠনে ব্যর্থ হয়েছি। কিন্তু এবার ব্যর্থ হতে চাই না বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, শহীদদের বিনিময়ে আজ যে মুক্ত বাতাস তা যাতে জনগণ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

r1 ad
r1 ad