দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই: মির্জা আব্বাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৬: ২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে উচ্ছৃঙ্খল জনতা বা মব তৈরি করার চেষ্টা করে, তার দায় তাকে নিতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাস তার রাজনৈতিক অবস্থান ও হুঁশিয়ারি ব্যক্ত করেন।

নির্বাচনি প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করে বলেন, ব্যালট পেপারে যা দেখছি, সেটি উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।

তিনি জানান, এ মুহূর্তে কোনো আনুষ্ঠানিক প্রচারণা চালানো হচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন, কোনো ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন হোক।

মির্জা আব্বাস ভোটারদের প্রতি আহ্বান জানান, নিজেদের যে কোনো উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। তারা কোনো প্ররোচনায় পা দেবে না।

নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘নতুন রাজনৈতিক প্রয়াসে’র আত্মপ্রকাশ শুক্রবার বিকেলে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের অংশগ্রহণে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ যাত্রা শুরু করতে যাচ্ছে। জানা গেছে, নতুন এ রাজনৈতিক দলের নাম হতে পারে ‘জনযাত্রা’ (পিপলস মার্চ)।

৪ ঘণ্টা আগে

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু

ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।

৪ ঘণ্টা আগে

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, তা দল অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

৫ ঘণ্টা আগে

‘অনিবার্য কারণে’ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

নির্বাচনি সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংবাদ সম্মেলন স্থগিত করার কোনো কারণ জানায়নি জোটটি। এ সংক্রান্ত এক বার্তায় ‘অনিবার্য’ কারণের কথা উল্লেখ করা হয়েছে।

৫ ঘণ্টা আগে