top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

গণতন্ত্রকে অর্থবহ করতে সহবস্থান জরুরি : শিমুল বিশ্বাস

গণতন্ত্রকে অর্থবহ করতে সহবস্থান জরুরি : শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পতিত স্বৈরশাসক দেশে ভিন্নমত সহ্য করতে পারতো না। তাই বিরোধী নেতাকর্মীদের ওপর বছরজুড়েই চলতো নিপিড়ন-নির্যাতন। দেশের গণতন্ত্র মজবুত করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সহবস্থান। যেটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনও তা করেনি।

তিনি বলেন, হাজারো জীবনের বিনিময়ে পাওয়া বাকস্বাধীনতা এবং কাঙ্ক্ষিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এরজন্য প্রয়োজন নির্বাচন সরকার। যে গণতন্ত্রে জন্য বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণতা পাবে না।

শনিবার বিকালে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল শ্রমিক-জনসভায় সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গার্মেন্টস, ঔষধ কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ভাংচুর-বিশৃঙ্খলা প্রতিরোধ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও শ্রমিক কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধের দাবীতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে এই সমাবেশের আয়োজন করা হয়।

শিমুল বিশ্বাস বলেন, পতিত স্বৈরশাসক রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে। এ থেকে দেশকে আবারও স্বয়ংসম্পূর্ণ করতে হলে অভিজ্ঞ প্রশাসন লাগবে। যা অন্তবর্তী সরকার দ্বারা পুরোপুরি সম্ভব না। বিএনপি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় ছিলো। এ দলটি গণমানুষের দল। আমরা জানি কিভাবে রাষ্ট্রকে নতুন করে গড়ে তুলতে হয়। এরআগে শহীদ জিয়া এবং খালেদা দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করেছিলো। এবার জনগণের সহযোগিতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে বদ্ধপরিকর।

শ্রমিক দল নেতা সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, জেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। শ্রমিক জনসভায় হাজার হাজার শ্রমিক কর্মচারীরা দলে দলে যোগ দেন।

r1 ad
r1 ad