top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

সারা বিশ্বের মানুষের সঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কি না: তারেক রহমান

সারা বিশ্বের মানুষের সঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কি না: তারেক রহমান
ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। ছবি: ফোকাস বাংলা

পৃথিবীর অন্যান্য দেশের মুসলিমদের সঙ্গে বাংলাদেশের মুসলিমরাও একই দিনে রোজা শুরু করে একই দিনে ঈদ পালন করতে পারে কি না, সে বিষয়ে দেশের ওলামা মাশায়েখদের চিন্তা করতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘একজন মুসলমান হিসেবে একটি প্রশ্ন আমার মধ্যে বারবার ঘুরপাক খেয়েছে। বিশ্ব জুড়ে খ্রিষ্টান সম্প্রদায় একই দিনে বড়দিন পালন করে একসঙ্গে। এখানে উপস্থিত ওলামা-মাশায়েখদের অনুরোধ করব, সারা দেশে আরও ওলামা-মাশায়েখ যারা আছেন, সবাই মিলে চিন্তা করে দেখতে পারি কি না যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি কি না।’

‘বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কি না, কোনো উপায় বের করা যায় কি না— বিষয়টি আপনাদের চিন্তা করার অনুরোধ করছি,’— বলেন তারেক রহমান।

রোজা বা ঈদের মতো ধর্মীয় অনুষ্ঠানগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে ভৌগলিক কারণে সারা বিশ্বের সব দেশে একই দিনে চাঁদ দেখা যায় না। এ বছর যেমন শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে রমজান মাস শুরু হয়েছে শনিবার। অন্যদিকে বাংলাদেশসহ পাকিস্তান, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়ার মতো দেশগুলোতে রোববার রমজান মাস শুরু হয়েছে।

চাঁদ দেখার তারিখের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন দিনে রোজা বা ঈদ পালন নিয়ে কিছু তর্ক-বিতর্ক রয়েছে মুসলিমদের মধ্যে। অনেকেই মনে করেন, যেকোনো স্থানে নতুন চাঁদ দেখা গেলেই সারা বিশ্বের যেকোনো স্থানের মুসলিম উম্মাহ-ই নতুন হিজরি নতুন মাস শুরু করতে পারে। এ কারণে বাংলাদেশেও চাঁদপুর, নারায়ণগঞ্জ, নোয়াখালী, দিনাজপুরসহ অনেক জেলায় কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একই দিনে রোজা ও ঈদ পালন করে থাকেন। এ চর্চা অন্যান্য দেশেও কিছু মুসলিমদের মধ্যে রয়েছে।

এ বিষয়টিই এবার আলোচনায় আনলেন তারেক রহমান। এ বিষয়ে ওলামা-মাশায়েখদের ভাবনার আহ্বান জানানোর পাশাপাশি তিনি মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পরিবারের সদস্য ও দেশবাসীর জন্য দোয়া চান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু লোক বিএনপির সঙ্গে ওলামা-মাশায়েখদের বিভেদ তৈরির চেষ্টা করছে। এ বিভেদ দিয়ে শুধু বিএনপিকে ধ্বংস নয়, একটি ফাটল তৈরি করে দেশকে ধ্বংস করবে। এর সুযোগ নেবে বিদেশি অপশক্তি।’

প্রতি বছর ১ রমজান ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে বিএনপি। ফার্মগেট ইসলামী মিশন মাদরাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মারাসার ৭০-৮০ জন এতিম শিশু ও ছাত্রছাত্রী এবারের আয়োজনে অংশ নেয়।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যরা।

r1 ad
r1 ad
top ad image