কূটনীতিকদের সঙ্গে ইফতার বিএনপির, আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আশাবাদী।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, চীন, নেদারল্যান্ডস, রাশিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, নেপালসহ বিভিন্ন দেশের কূটনীতিক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি ও বিশ্বব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
ইফতারে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও মানবতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র ও উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আগামী দিনে আমরা আরও বেশি যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ ছিল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, জুলাই-আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি। এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘ সংগ্রামের অংশ। বিএনপি ও অন্যান্য গণতন্ত্রপন্থি দল এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই বিদ্রোহ গোটা জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করে।
বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণেই নির্ধারণ করবে— এমন প্রত্যয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। আমরা আশা করি যে বন্ধুরাষ্ট্র ও অংশীদাররা গণতন্ত্রের সম্মিলিত বিকাশে আমাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়মগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন ও রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের কথা চিন্তা করছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তনে আশা করছে।
কূটনীতিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. বদিউল আলম মজুমদার, কামাল আহমেদ, ড. তোফায়েল আহমেদ, ডা. জাহিদুর রহমান ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন। উপস্থিত ছিলেন ড. মাহবুব উল্লাহ, শফিক রেহমান, ড. শাহিদুজ্জামান, মেজর জেনারেল মনিরুজ্জামান, ড. বোরহান উদ্দিন ও জন রোজারিও।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজসহ আরও কয়েকজন সিনিয়র সাংবাদিক অংশ নেন ইফতার মাহফিলে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।