ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে: টুকু

মানুষ ১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই, ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে তাই মানুষ ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে টাঙ্গাইল বিন্দুবাসীনি ফুটবল টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে বক্তবকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'ভোট গণতান্ত্রিক অধিকার। এই সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের নের্তৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠন করা হয়েছে। সরকারকে কোন ভাবে বিতর্কিত করা যাবেনা। তবে সাধারন মানুষ চাচ্ছে একটি সঠিক নির্বাচন অনুষ্ঠিত হোক। মানুষ এখন ভোট দিতে চায়।'
সংবাদ সম্মেলনে টুকু বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫- এর কথা উল্লেখ করে বলেন, আগামী ৩১ মে বিবিএফসি-২০২৫ যাত্রা শুরু করবে।ঈদুল আযহার পর থেকে তিনদিন এই খেলা অনুষ্ঠিত হবে। এর পর জমকালো সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিবিএফসির আয়োজক কমিটির সদস্যরা।