top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে

খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।

রোববার (২৪ জুন) রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার স্বাস্থ্যের বিষয়ে মন্তব্য করা বিব্রতকর হবে।

"দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটি ব্লক সারানো হয়েছে। আমি বারবার বলেছিলাম, যেকোনো সময় অঘটন ঘটতে পারে। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসা সেটি তারা শুরু করেন," বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, " আজ অস্থায়ী পেসমেকার বসানোর পর স্থায়ী প্রেসমেকার লাগানো হয়েছে। এখন ম্যাডাম ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন," যোগ করেন তিনি।

গত ২১ জুন রাত সাড়ে তিনটায় খালেদা জিয়ার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার ও বিএনপি এজন্য দেশবাসীর কাছে দোয়ার চেয়েছেন।

পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। যখন হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কিনা সেটাও এই যন্ত্র তদারকি করে।

চিকিৎসকরা জানান, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরে উপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে এই পেসমেকার।

এর আগে গত বছরের ২৭ অক্টোব লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করে যুক্তরাষ্ট্র থেকে আসা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

r1 ad
r1 ad