
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনের মাধ্যমেই ঠাকুরগাঁও-১ আসনে নিজের নির্বাচনি যাত্রার ইতি টানবেন বলে জানিয়েছেন তিনি। আগামী নির্বাচনের জন্য দল থেকে যাদের প্রার্থী হিসেবে বাছাই করা হয়নি, তাদেরও দলের প্রতি বিশ্বাস রাখতে আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়ের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ কথা জানিয়েছেন। আবেগঘন এ পোস্টে রাজনীতিবিদ মির্জা ফখরুল নিজের ব্যক্তিজীবনের কিছু কথা তুলে ধরেছেন।
ফেসবুক পোস্টের শুরুতেই আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় দলের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য।’
ব্যক্তিজীবনের কিছু স্মৃতি তুলে ধরে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়ত।’
তিনি লিখেছেন, ‘আমার স্ত্রীর বয়স তখন অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি। আমার মেয়ে দুটোর হাত ধরে সে নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে।’
‘মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যেন মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল! যখন তার অপারেশন হচ্ছিল আমি তখন ছিলাম মসজিদে,’— লিখেছেন মির্জা ফখরুল।
এ রকম গল্প হাজারও নেতাকর্মীর জীবনে রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দিন আবার এমন আরও গল্প তুলে ধরবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল লিখেছেন, ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’
সবার কাছে দোয়া চেয়ে এবং সবাই মিলে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় জানিয়ে পোস্ট শেষ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটির দীর্ঘ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে বিএনপি। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম নিজেই ঘোষণা করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনের মাধ্যমেই ঠাকুরগাঁও-১ আসনে নিজের নির্বাচনি যাত্রার ইতি টানবেন বলে জানিয়েছেন তিনি। আগামী নির্বাচনের জন্য দল থেকে যাদের প্রার্থী হিসেবে বাছাই করা হয়নি, তাদেরও দলের প্রতি বিশ্বাস রাখতে আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়ের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ কথা জানিয়েছেন। আবেগঘন এ পোস্টে রাজনীতিবিদ মির্জা ফখরুল নিজের ব্যক্তিজীবনের কিছু কথা তুলে ধরেছেন।
ফেসবুক পোস্টের শুরুতেই আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় দলের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের সব নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য।’
ব্যক্তিজীবনের কিছু স্মৃতি তুলে ধরে বিএনপি মহাসচিব লিখেছেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়ত।’
তিনি লিখেছেন, ‘আমার স্ত্রীর বয়স তখন অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি। আমার মেয়ে দুটোর হাত ধরে সে নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে।’
‘মনে পড়ে, আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যেন মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল! যখন তার অপারেশন হচ্ছিল আমি তখন ছিলাম মসজিদে,’— লিখেছেন মির্জা ফখরুল।
এ রকম গল্প হাজারও নেতাকর্মীর জীবনে রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দিন আবার এমন আরও গল্প তুলে ধরবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল লিখেছেন, ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’
সবার কাছে দোয়া চেয়ে এবং সবাই মিলে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় জানিয়ে পোস্ট শেষ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সোমবার (৩ নভেম্বর) দলের স্থায়ী কমিটির দীর্ঘ এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে বিএনপি। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনে নিজের নাম নিজেই ঘোষণা করেন তিনি।

এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ১১ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আত্মপ্রকাশ করেছে। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।
১০ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে। আমরা বাকি ২৬৮ জন প্রার্থীকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তারা কেউ মনোনয়নপ
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের এক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে