এবার বাবরকে ১০ ট্রাক অস্ত্র নিয়ে প্রশ্ন নাসীরের, ঢাকা-নেত্রকোনায় বিক্ষোভ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২৩: ৪৫
নেত্রকোনার সমাবেশে বক্তব্য রাখছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ইনসেটে লুৎফুজ্জামান বাবর। ছবি: রাজনীতি ডটকম

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়কার আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনা নিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা লুৎফুজ্জামান বাবরের প্রতি এবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ১০ ট্রাক অস্ত্র চালান করলেন। যদি তা হ্যান্ডেলিং করতেই না পারবেন, তবে আনলেন কেন? এই ১০ ট্রাক অস্ত্রের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। বাংলাদেশের জনগণের জীবন বিপন্নতার মধ্যে পড়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের কালেক্টরেট মাঠে এনসিপির জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। এরই মধ্যে তার এই বক্তব্য ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছে। রাজধানীর পল্টন এলাকায় লুৎফুজ্জামান বাবরের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। নাসীর যেখানে বক্তব্য দিয়েছেন, সেই নেত্রকোনাতেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছেন রাজনীতি ডটকমের নেত্রকোনা জেলা প্রতিনিধি।

রোববার সন্ধ‍্যায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত এলাকায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থনে বিক্ষোভ করেছেন একদল মানুষ। ‘সর্বস্তরের জনগণে’র ব্যানারে তারা স্লোগান দেন— ‘বাবর ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’

বিক্ষোভ হয়েছে নেত্রকোনাতেও। সেখানেও লুৎফুজ্জামান বাবরের সমর্থনে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড, জুলাই অভ্যুত্থানের পর খালাস

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের একটি চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে অস্ত্র চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (অন্য মামলায় ফাঁসি কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেন। অস্ত্র আইনের আরেক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের।

অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে হাইকোর্টে পৃথক আপিল করেন।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে গত বছরের ১৮ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ লুৎফুজ্জামান বাবরসহ ছয়জনকে খালাস দেন। আরও ছয় আসামির সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেন। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

অন্যদিকে অস্ত্র আইনে করা অন্য মামলাতেও বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন আসামিরা। আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ বছরের ১৪ জানুয়ারি লুৎফুজ্জামানসহ বাবর ও মতিউর রহমান নিজামীসহ ছয়জনকে খালাস দেন। উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ পাঁচজনের সাজা কমিয়ে দেন। মৃত্যুজনিত কারণে মতিউর রহমান নিজামীসহ চারজনের আপিল হাইকোর্ট অ্যাবেট (পরিসমাপ্তি) ঘোষণা করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী মানেই বিতর্ক?

এনসিপির অন্যতম কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা অবশ্য নতুন নয়। সবশেষ গত শনিবার কক্সবাজারে পদযাত্রা-পরবর্তী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে তার দেওয়া বক্তব্যও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল বিখ্যাত গডফাদার শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারে নব্য গডফাদার এসেছে শিলং থেকে। ঘের দখল করছে, মানুষের জায়গা-জমি দখল করছে, চাঁদাবাজি করছে।’

তার সেদিনের বক্তব্যের পর স্থানীয় বিএনপি ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। বিকেলে কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে আসেন শত শত নেতাকর্মী। চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুরও করা হয়। সেখানে এনসিপির পথসভা করার কথা থাকলেও তা বাতিল করতে বাধ্য হয় দলটি।

এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বিভিন্ন বক্তব্য অনলাইন-অফলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। তার বক্তব্য কতটুকু রাজনৈতিক শিষ্টাচার সমর্থন করে— এমন প্রশ্ন তুলেছেন অনেকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘গুণ-মানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

৭ ঘণ্টা আগে

দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব- তারেক রহমান

আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি। সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি।

১১ ঘণ্টা আগে

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে। তবে বিএনপি ও এনসিপি বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে আয়োজন করতে। অন্যদিকে, জামায়াতে

১ দিন আগে

নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে: সালাহউদ্দিন

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় ফাইনাল স্টেজে আমরা আছি। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, একমত হয়েছি। এসময় জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা যেতে পারে বলেও জানান তিনি। নোট অব ডিসেন্ট থাকা বিষয় দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

১ দিন আগে