‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে’ জাপার সমাবেশ স্থগিত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাকরাইলে এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করায় ‘আইনে প্রতি শ্রদ্ধা রেখে’ পূর্বঘোষিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছে জাতীয় পার্টি (জাপা)।
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (২ নভেম্বর) কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের পূর্বঘোষণা ছিল জাতীয় পার্টির। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সমাবেশের প্রস্তুতিমূলক বৈঠকের সময় দলীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় জাপার কার্যালয়ে ভাঙচুর ও আগ্নিসংযোগ করা হয়।
শুক্রবার সংবাদ সম্মেলন করে জাপা চেয়ারম্যান হামলায় দলীয় কার্যালয়ের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন। পাশাপাশি শনিবারের সমাবেশ অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে ঢাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেকোনো মূল্যে জাপার সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয়।
এর মধ্যেই শুক্রবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এক গণবিজ্ঞপ্তিতে শনিবার কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।
ডিএমপির এ ঘোষণার পর রাতে জাপা চেয়ারম্যানের প্রেস সচিব এক বিজ্ঞপ্তিতে বলেন, আগামীকাল (শনিবার) জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬ নম্বর ভবন, কাকরাইলসহ আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।
পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।