top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে : মান্না

জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যেদিন জনগণ রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে...ইনশাল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ আসছে’।

আজ শনিবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনীতির অবস্থা ও বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘‘ ‘এই সরকার সবখানে দুর্বল। জনগণ বলেছিল, পাঁচ বছর টিকে থাকার কথা। আমি বলি, পাঁচ বছর টিকার কোনো কারণ নাই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামি সেইদিন বিদায় ঘণ্টা বেজে যাবে। মানুষ তৈরি। ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সব পেশার মানুষ জেগে গেছে। জাগছে। ইনশাল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ পাবেন। আন্দোলনের পথে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।’

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার আরামে আছে। এই সরকার ভালো আছে? পরশুদিন ১৪ দলের সভাপতি উনি (শেখ হাসিনা) বলেছেন, আওয়ামী লীগ কষ্টে আছে। এই সরকার সমস্যার মধ্যে আছে। কেন? বাহানা করেছেন। আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। আগে যেরকম বলেছিলেন, ওরা আমার কাছে সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল আমি দেই নাই। কারা? বলেছিল, মার্কিন-যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন, সেন্ট মার্টিন কেন আমরা বাংলাদেশের এক ইঞ্চি জমিও চাইনি। তারপর আর সেই কথা বলেনি।’

‘এবার কাহিনী তৈরি করেছেন ওরা এক সাদা চামড়ার লোক নাকি তাকে (শেখ হাসিনা) প্রস্তাব দিয়েছেন, ওই রাইখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে। সেই প্রস্তাব তাকে (শেখ হাসিনা) দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়। এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে? শেখ হাসিনা … তিনবার নাকি চারবারের প্রধানমন্ত্রী। এই যে এক এমপি ছিল তথাকথিত তিন বারের এমপি। কলকাতায় গিয়ে পিনাকী ভট্টাচার্যের কথায় জয়বাংলা হয়ে গেছে। এরকম তথাকথিত চারবারের প্রধানমন্ত্রী কত বড় দায়িত্বজ্ঞানহীন উক্তি করেছেন।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপীয়ানদের, কানাডীয়ানদের, জাপানিজদের। আর যদি কারো ধাবলকুষ্ঠ হয় তাহলে পুরোটাই সাদা। কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে।’

‘উনি সেটা বলতে পারবেন না। আমরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোনে মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়। কাহিনী বানিয়ে মনে করবেন কান্না-কাটি করবো আর আপনার দূঃখে বোধহয় সবার মন গলে যাবে আরে আপনাকে বলবে, না আপনিই থাকেন আমরা সেই বান্দা নই।’

আনোয়ারুল আজীম আনারের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘‘পত্রিকায় দেখলাম, আওয়ামী লীগ তিনটা কারণে অস্বস্তিতে আছে। আজিজ, বেনজীর এবং একজন এমপির কারণে। সে (আনোয়ারুল আজীম আনার) এমপি নাকী? জনগণ ভোট দিয়েছে? দেয় নাই।”

‘‘ সেই এমপি যার নামে রেড এলার্ট ছিল। যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ-লুট সব ধরনের মামলা ছিলে এবং সেই এমপি নিজেই বলেছিলেন,আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে, তার পরে ধীরে ধীরে এবার এমপি হবার পর আমার নামে সব মামলা উঠে গেছে। সব চোর-চোট্টা-খুনি ডাকাত মিলে আওয়ামী লীগের দল।”

জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন পাইলট, ভিপি ইব্রাহীম প্রমুখ।

r1 ad
r1 ad