top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি

আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
বিএনপির দলীয় পতাকা

নির্বাচনে অংশ নেওয়ায় তৃণমূলের আরও ৬১ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (৫ মে) দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

২০২৪ সালের দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে মোট ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি।

এর আগে প্রথম পর্বের নির্বাচনকে কেন্দ্র করে অন্তত ৮১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। সব মিলিয়ে তৃণমূলের ১৪২ জন নেতাকর্মীকে বহিষ্কার করলো দলটি।

বহিষ্কৃত ৬১ জনের মধ্যে সর্বমোট চেয়ারম্যান প্রার্থী ২৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন।

r1 ad
r1 ad