top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকালে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ড সদস্যরা সব কিছু পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসনকে বিকাল ৪টা ৪৫ মিনিটে সিসিইউ’র সব সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করেছে। কেবিনেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

গতকাল রবিবার বিকালে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হূদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। এরপর তাকে সিসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

সোমবার দুপুরে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। তারা বিএনপি চেয়ারপারসনের গত সর্বশেষ ১২ ঘণ্টার রিপোর্টগুলো পর্যালোচনা করেন। এরপর সিসিইউতে বেগম জিয়াকে বোর্ড সদস্যরা দেখতে যান। পরে আবার বৈঠকে করে তাকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

মেডিকেল বোর্ডের এই বৈঠকে লন্ডন থেকে ডা. জোবায়দা রহমানসহ অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হূদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

এদিকে রবিবার বিএনপি থেকে অভিযোগ করা হয়, শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চাওয়া হলে দেয়নি ইউনাইটে কর্তৃপক্ষ।

r1 ad
r1 ad