top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

লাইভ অনুষ্ঠানে আসছেন শেখ হাসিনা

লাইভ অনুষ্ঠানে আসছেন শেখ হাসিনা

আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে আরেক অনুষ্ঠানে দেশের ছাত্রসমাজের প্রতি বক্তব্য রাখবেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত ৫ আগস্ট দেশত্যাগে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর ছয় মাস পর এই প্রথম তিনি কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে যোগ দিতে যাচ্ছেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ছাত্রলীগের ফেসবুক থেকে অনুষ্ঠানটি প্রচার করা হবে।

এদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামের এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

গত ৫ আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনাকে কোনো ধরনের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়নি। শুরুর দিকে একদমই নীরব ছিলেন তিনি। কিছুদিন পর থেকে দলের তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার কথপোকথনের কিছু অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশত্যাগের ছয় মাসের মাথায় এবার অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।

r1 ad
r1 ad
top ad image