এক দশক পর দেশে ফিরে এস আলম বিতর্কে সালাহউদ্দিন
ব্যাংকখাতে অনিয়ম ও দুর্নীতির জন্য সবচেয়ে বেশি সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের খপ্পরে পড়ে একের পর এক বিএনপি নেতারা কুপোকাত হচ্ছেন। এস আলমকে সুবিধা দিতে গিয়ে চট্টগ্রামে বিএনপির তিন নেতা বহিষ্কার হওয়ার খবর প্রকাশ না হতেই নতুন করে দলটির শীর্ষ এক নেতা অভিযুক্ত হয়েছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ক্ষমতায় আসার স্বপ্ন দেখা বিএনপির কিছু কিছু নেতা আয়-উপার্জন করতে ও সুবিধা নিতে চেষ্টা করছেন। আর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা বেশ কয়েকটি শিল্পগ্রুপ বিএনপি নেতাদের হাতে রেখে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন।
এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়ে সমালোচনার মুখে পড়লেন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় এক দশক ভারতে অবস্থান করতে বাধ্য হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
গত বুধবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর দলের নেতা-কর্মীদের গাড়িবহরের সঙ্গে পেকুয়ায় পৌঁছান তিনি।
এর কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিএনপির নেতা-কর্মীরা, যার একটিতে দেখা যায়, যে গাড়িতে (জিপ) চড়ে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন, সেটির নম্বর চট্ট মেট্রো ঘ-১১-১৫৩৩। এটি মিতসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ।
বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয় সাংবাদিকদের নিশ্চিত করেছে যে, সালাহউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি (চট্ট মেট্রো ঘ-১১-১৫৩৩) এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ারের, যদিও পাওয়ার প্লান্টটির প্রায় ৮০ শতাংশ শেয়ার চীনা কোম্পানির।
গত সরকারের আমলে সালাহউদ্দিন আহমেদ।বিএনপির নির্যাতিত নেতাদের মধ্যে অন্যতম। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে তিনি নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দেশে ফেরেন।
সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১০ বছরের বেশি সময় পর গত বুধবার নিজ জেলা কক্সবাজারে যান সালাহউদ্দিন আহমেদ। কিন্তু শুরুতেই বিতর্কিত হয়ে পড়লেন এই নেতা।
বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, সেটি পরের বিষয়। কিন্তু গত দশক ধরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হওয়া এই নেতা এই ঘটনায় নিজের ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন করলেন।
এদিকে চট্টগ্রামের একটি কারখানা থেকে অস আলমের বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন বিএনপি নেতা তা তদারক করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি রোববার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। গত রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
এর আগে গত শনিবার আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দল থেকে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি ওয়্যার হাউস থেকে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই তিন নেতার তদারকিতে আলোচিত–সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মেয়ের শ্বশুর মীর গ্রুপের আবদুস সালাম বিএনপি নেতা এনামুল হক এনামের মামাতো ভাই। কালুর ঘাটে যে ওয়্যার হাউস থেকে গাড়িগুলো বের হয়েছিল, সেটি মীর গ্রুপের।
এদিকে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কবলমুক্ত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও। রোববার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকটিতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয় ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
এর আগে এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর।
ব্যাংকে বন্ধক নেই, এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে এস আলম গ্রুপ—এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে গভর্নর বলেন, ‘আর এই গ্রুপের সম্পদ যেন কেউ না কেনে। এ সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।’
ইতিহাসের বৃহত্তম ব্যাংক ডাকাতি হিসাবে বর্ণনা করে তিনি বলেন, চট্টগ্রাম-ভিত্তিক এই গ্রুপটির বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে প্রায় দুই লাখ কোটি টাকা (১৬.৬ বিলিয়ন মার্কিন ডলার) আত্মসাতের অভিযোগ রয়েছে।
“এস আলম ইতিহাসের প্রথম ব্যক্তি, যিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন। এমন সুপরিকল্পিতভাবে পৃথিবীতে কেউ ব্যাংক ডাকাতি করেছে কি না, তা জানা নেই,” বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
বিএনপির পক্ষ থেকে কেউ সমালোচিত ও দুর্নীতিবাজ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশে কেউ অবস্থান নিলে দল থেকে ছাড় দেওয়া হচ্ছে না। এর আগে বসুন্ধরা মিডিয়া গ্রুপের ডিএমডি পদে একজন সাংবাদিক নেতা যোগ দেওয়ায় তাকে বিএনপির মিডিয়া সেল থেকে বাদ দেওয়া হয়।