top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতালে খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ জুন) দিবাগত রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর বেগম খালেদা জিয়াকে রাত ৩টা ৩০ মিনিটে সিসিইউতে ভর্তি করা হয়েছে। সঙ্গে চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগেও বিভিন্ন সময় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সবশেষ গত ২ মে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

r1 ad
r1 ad