ওমানে চিকিৎসক নিয়োগের বিষয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ওমান সরকার বাংলাদেশের চিকিৎসকদের নিয়োগ দেবে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর বেরিয়েছে, সেটা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজনের করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওমানে চিকিৎসক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। আমি এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এ খবর সঠিক নয়।
উল্লেখ্য, সম্প্রতি ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়েছে- চীন, রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকরাও আবেদন করতে পারবেন না।