top ad image
top ad image
home iconarrow iconঅর্থের রাজনীতি

রডের উচ্চমূল্য, ইস্পাত খাতে সুদিন

রডের উচ্চমূল্য, ইস্পাত খাতে সুদিন

রডের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছর ইস্পাত খাতের কোম্পানিগুলোর জন্য সুদিন যাচ্ছে। অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) এ খাতের অধিকাংশ কোম্পানির নিট মুনাফায় প্রবৃদ্ধি এসেছে। যদিও দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বেশিরভাগ কোম্পানির বিক্রিতে ভাটা পড়েছে। যার বিপরীতে বিক্রি বাবদ বেশি মূল্য পাওয়ায় তাদের মুনাফা বেড়েছে। তবে আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুসারে এ খাতে শুল্ক কমানোয় রডের দামও কমতে পারে। তাছাড়া এ খাতের উৎপাদন ব্যয়ও তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। এতে আগামী অর্থবছরে এ খাতের কোম্পানিগুলোর মুনাফা কমার শঙ্কা তৈরি হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানিগুলোর মধ্যে অধিকাংশের চলতি অর্থবছরে ৯ মাসে আয় কমেছে। এসময়ে আয় কমেছে বাংলাদেশে স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড এবং এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেডের। বিপরীতে বেড়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড এবং এসএস স্টিল লিমিটেডের। তবে আলোচ্য সময়ে একমাত্র এস আলম কোল্ড রোল স্টিল বাদে সব কোম্পানিগুলো ভালো মুনাফা অর্জন করেছে। এরমধ্যে জিপিএইচ ইস্পাত লোকসান থেকে মুনাফায়ও ফিরেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, আলোচ্য সময়ে ক্রেতার ক্রয় ক্ষমতা কমে গেছে। পাশাপাশি জ্বালানির মুল্য বৃদ্ধি, ডলারের বাজারে অস্থিরতা এবং বিশ্ব বাজারে কাচামালের দাম বৃদ্ধিসহ বেশ কিছু কারণে রড উৎপাদক কোম্পানিগুলোর উৎপাদন খরচ বেড়েছে। এতে বেশ কিছু কোম্পানির চলতি মূলধনেও ভাটা পড়েছে। যদিও পণ্যের মূল্য কিছুটা ভালো পাওয়ায় এ খাতের কোম্পানিগুলো টিকে থাকতে পারছে। আগামী বাজেটে রডের দাম কমলে সশ্লিষ্ট কোম্পানিগুলো ক্ষতিগ্রস্থ হতে পারে।

আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বিএসআরএম লিমিটেডের বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ৬ হাজার ৩১৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ৮ হাজার ২৯১ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত আয় কমেছে ১ হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ টাকা বা ২৩ দশমিক ৮২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী সমিন্বত নিট মুনাফা হয়েছে ৩৩৩ কোটি ৩৯ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ৪৯ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ২৮৩ কোটি ৯০ লাখ টাকা। শতকরা হিসেবে এ মুনাফা বেড়েছে ৫৭৩ দশমিক ৫৭ শতাংশ।

একই গ্রুপের আরেক কোম্পানি বিএসআরএম স্টিলের অর্থবছরের প্রথম ৯ মাসে বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ৬ হাজার ৩৭৮ কোটি ৬৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৬ হাজার ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত আয় কমেছে ৮৬ কোটি ৬৬ লাখ টাকা বা ১ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৭৯ কোটি ৩৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ১২১ কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১৫৮ কোটি ১৪ লাখ টাকা। শতকরা হিসেবে যা বেড়েছে ১৩০ দশমিক ৪৯ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে জিপিএইচ ইস্পাতের বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ৪ হাজার ৪১৩ কোটি ৭৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ৪ হাজার ৪১০ কোটি ৬ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে আলোচ্য সময়ে কোম্পানির সমন্বিত আয় বেড়েছে ৩ কোটি ৭০ লাখ টাকা বা দশমিক শূন্য ৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে যেখানে নিট লোকসান হয়েছিল ৩১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ আয় কমা সত্বেও কোম্পানিটি ভালো বিক্রয় মূল্যের সুবাদে লোকসান থেকে মুনাফায় ফিরতে সক্ষম হয়েছে।

এস আলম কোল্ড রোল্ড স্টিলের চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ৩ হাজার ৮৮৮ কোটি ২৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৪ হাজার ৭৪৯ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ৯ মাসে কোম্পানির সমন্বিত বিক্রি কমেছে ৮৬ কোটি ১৬ লাখ টাকা বা ১৮ দশমিক ১৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ৫ কোটি ৭০ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা কমেছে ৩ কোটি ১৯ লাখ টাকা। শতকরা হিসেবে যা বেড়েছে ৫৬ দশমিক শূন্য ৪ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে এসএস স্টিলের বিক্রি বাবদ সমন্বিত আয় হয়েছে ১ হাজার ৬৪২ কোটি ৭৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা হয়েছিল ১ হাজার ১৫৮ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে ৯ মাসে কোম্পানির সমন্বিত আয় বেড়েছে ৪৮৪ কোটি ৯ লাখ টাকা বা ৪১ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৯১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৮৮ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৩ কোটি ৩ লাখ টাকা বা ৩৪২ দশমিক ৩১ শতাংশ।

r1 ad
r1 ad