top ad image
top ad image
home iconarrow iconঅর্থের রাজনীতি

মৌলভিত্তির শেয়ারে ভর করে পুঁজিবাজারে উত্থান

মৌলভিত্তির শেয়ারে ভর করে  পুঁজিবাজারে উত্থান

ঈদের ছুটি শেষে মন্দা কাটিয়ে কিছুটা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে পুঁজিবাজার। এবারনড়েচড়ে বসেছে মৌলভিত্তির শেয়ার হিসাবে পরিচিত বড় মূলধনী কোম্পানির শেয়ার, যেগুলো বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেয়।

এসব শেয়ার দীর্ঘদিন যাবত প্রায় ঘুমিয়ে ছিল। তবে বৃহস্পতিবার কোম্পানিগুলোর শেয়ার দর যেমন বেড়েছে, পাশাপাশি বেড়েছে লেনদেনও।

মৌলভিত্তির কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লিন্ডে বিডি, রেনেটা, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, হাইডেলবার্গ, লাফার্জহোলসিম, গ্রামীণফোন, রবি আজিয়াটা, ব্র্যাক ব্যাংক। এসব মৌলভিত্তিরবড় মূলধনী কোম্পানির শেয়ার দর বাড়াতে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে।

এসব কোম্পানিগুলোর মধ্যে রেনেটা, ওয়ালটন হাইটেক বিক্রেতাশুন্য ছিল। অন্তবর্তী ডিভিডেন্ডঘোষণার কারণে একদিনেই লিন্ডে বিডির দর বেড়েছে ৪৩ শতাংশের বেশি।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ মাস ১৩ দিনে পুঁজিবাজারের সূচক কমেছে ১ হাজার১২৯ পয়েন্ট। এই সময়ে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ১ লাখ ৪৭ হাজার ২৫৬ কোটিটাকা।

বছরের শুরুতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার২৪৬ পয়েন্ট এবং বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার কোটি টাকা।

ঈদের দুদিন আগে ডিএসইর সূচক কমে দাঁড়িয়েছিল ৫ হাজার ১১৭ পয়েন্ট এবং বাজার মূলধনদাঁড়িয়েছিল ৬ লাখ ৩৩ হাজার ৫৯৩ কোটি টাকায়।

গত ৫ মাস ১৩ দিনে ডিএসইর সূচক কমে গেছে ১ হাজার ১২৯ পয়েন্ট এবং বাজার মূলধন কমেগেছে ১ লাখ ৪৭ হাজার ২৫৬ কোটি টাকা।

এরপর ঈদের আগে ১২ জুন বাজার ঘুরে দাঁড়ায়। ঈদের আগের দুই দিনে সূচক উদ্ধার হয় ৪৭পয়েন্ট এবং বিনিয়োগকারীদের মূলধন ফিরে আসে ২ হাজার ৯২৩ কোটি টাকা।

ঈদে ৫ দিন ছুটির পর বুধবার বাজার ইতিবাচক ধারায় থাকে। এদিন ডিএসইর সূচক বাড়ে সাড়ে৪৩ পয়েন্ট। আর বিনিয়োগকারীদের মূলধন ফিরে ৩ হাজার ২৬৫ কোটি টাকা। বৃহস্পতিবারদ্বিতীয় দিনে ডিএসইর সূচক বেড়েছে ৮২ পয়েন্ট। যার ফলে একদিনেই বিনিয়োগকারীদেরমূলধন ফিরেছে ৬ হাজার ৭৯১ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৮২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২৪.৭৪ পয়েন্ট বেড়েঅবস্থান করছে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থানকরছে ১ হাজার ৮৭৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরকর্মদিবসে লেনদেন হয়েছিল ২৪৫ কোটি ৬৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজলেনদেন বেড়েছে ২০২ কোটি ২৭ লাখ টাকা।

ডিএসইতে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে২৮৮টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) লেনদেন হয়েছে ১২১ কোটি ৬৩ লাখ টাকারশেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ১৯৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছিল৫৩টির, কমেছিল ৭১টির এবং অপরিবর্তিত ছিল ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

r1 ad
r1 ad