top ad image
top ad image
home iconarrow iconঅর্থের রাজনীতি

ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য এয়ার এ্যাস্ট্রার নতুন প্রোগ্রাম ‘অরবিট’

ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য এয়ার এ্যাস্ট্রার নতুন প্রোগ্রাম ‘অরবিট’
রাজধানীর একটি হোটেলে এয়ার এ্যাস্ট্রা’র ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ এর উদ্বোধন। ছবি: সংগৃহীত

ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের জন্য নানা অফার নিয়ে বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা চালু করলো তাদের নতুন প্রোগ্রাম ‘অরবিট’। যেসব যাত্রী এয়ার এ্যাস্ট্রায় নিয়মিত ভ্রমণ করেন তারা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে মাইলেজ যোগ করতে পারবেন এবং নির্দিষ্ট মাইলেজ খরচ করে এয়ার এ্যাস্ট্রায় ফ্রি ভ্রমণ করতে পারবেন।

এছাড়াও থাকছে প্রায়োরিটি চেক-ইন, র‍্যাম্প কার, সিট সিলেকশন অপশন ও অতিরিক্ত ব্যাগেজ সুবিধা। যাত্রীদের সুবিধার্থে তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে অরবিট প্রোগ্রামে ইকো, ইভো এবং প্রো।

রাজধানীর একটি হোটেলে এয়ার এ্যাস্ট্রা’র ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ এর উদ্বোধন করেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব এবং ওরাকল বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন এয়ার এ্যাস্ট্রা’র চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ এবং চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদ।

‘অরবিট’ উদ্বোধন উপলক্ষে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সাথে সাথে একটি ওয়েলকাম কিট পাবেন যাত্রীরা। যেখানে থাকছে দেশের স্বনামধন্য ১০ টি ব্র্যান্ড শেয়ারট্রিপ, গোযায়ান, টুয়েলভ ক্লোথিং, শাহরুখ আমিন, এপেক্স, মানা বে, সি পার্ল ওয়াটার পার্ক, সিক্রেট রেসিপি, রেড বাই আফরোজা পারভিন, ফয়েজ লেক রিসোর্ট এর ডিসকাউন্ট ভাউচার।

যাত্রীরা এয়ার এ্যাস্ট্রা’র ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, এয়ারপোর্ট চেক-ইন কাউন্টার এবং ইন-ফ্লাইটে ‘অরবিট’ এর রেজিস্ট্রেশন করতে পারবেন।

r1 ad
r1 ad
top ad image