top ad image
top ad image
home iconarrow iconঅর্থের রাজনীতি

জনতা ব্যাংকের নতুন ডিএমডি আশরাফুল আলম

জনতা ব্যাংকের নতুন ডিএমডি আশরাফুল আলম

জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন আশরাফুল আলম। এর আগে তিনি জনতা ব্যাংক ভবন করপোরেট শাখায় মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগ দেওয়ার মাধ্যমে আশরাফুল আলমের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি জনতা ব্যাংক লোকাল অফিস, মতিঝিল করপোরেট শাখা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা, কামাল আতাতুর্ক করপোরেট শাখাসহ অন্যান্য শাখা ও কার্যালয়ে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

আশরাফুল আলম ১৯৬৭ সালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাবা মো. গিয়াস উদ্দিন ও মা মোছা. আয়েশা সিদ্দিকা।

r1 ad
top ad image