ঈদ ঘিরে রেমিট্যান্সের জোয়ার, রেকর্ড হতে পারে মার্চে

ঈদুল ফিতর সামনে রেখে রমজান মাসে রেমিট্যান্সের প্রবাহ একটু বেশিই থাকে। এ বছর সে প্রবাহ বেড়েছে অনেকটাই। মাসের প্রথম ১৯ দিনেই যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তাতে এ মাস পেরোলে রেমিট্যান্সে হতে পারে নতুন রেকর্ড।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ১৯ দিনের রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেশি। অন্যদিকে এই ১৯ দিনে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৩১৫ মার্কিন ডলার।
প্রতিদিনের রেমিট্যান্স প্রবাহের এই ধারা এ মাসের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকলে ৩১ দিনে দেশে মোট রেমিট্যান্স আসবে ৩৬৭ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ডলারেরও বেশি। আর মাসের শেষ ১২ দিনে এখনকার ধারাবাহিকতার অর্ধেক পরিমাণ রেমিট্যান্স এলেও মাস শেষে রেমিট্যান্স ৩০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে, যা দেশের ইতিহাসে রেমিট্যান্সে এক নতুন রেকর্ড হবে।
এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি মার্কিন ডলার। এক মাসে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে এটিই রেকর্ড। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসেই দেশে রেমিট্যান্স এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার। ঈদ সামনে রেখে এসব রেকর্ড ভেঙে যাওয়া কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৯ মার্চ পর্যন্ত অর্থাৎ গত বছরের জুলাই থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি।