রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বেসরকারি শিক্ষায় ফি নেওয়ার নীতিমালা থাকা উচিত

রাজশাহী ব্যুরো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেসরকারি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কীভাবে ফি নেওয়া হবে—সে বিষয়ে সরকারের একটি সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, যা থাকাটা প্রয়োজন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক বিধান রঞ্জন বলেন, “কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালাতে কোনো বাধা নেই। তবে এসব প্রতিষ্ঠান যেন ইচ্ছেমতো ফি আদায় করতে না পারে, সে জন্য একটি নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। পাশাপাশি তাদের পাঠ্যসূচিও সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত।”

তিনি আরও বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন ও বাধ্যতামূলক ঘোষণা করেছে। ফলে প্রাথমিক শিক্ষার মূল দায়িত্ব সরকারের হলেও বেসরকারি উদ্যোগে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমেও সরকারের নজরদারি থাকা জরুরি।

এ সময় উপদেষ্টা জানান, বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি রেজিস্ট্রেশন-ভিত্তিক নীতিমালা রয়েছে। তবে এখনো সব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন নেয়নি। সরকার চায়, সব প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার আওতায় আনতে, যাতে তারা কী পড়াবে, কীভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে সরকার নির্দেশনা দিতে পারে।

সভায় বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার আওতায় আনার পরামর্শ দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় পাঠ্যবই নিশ্চিতকরণ, শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ, উপবৃত্তির টাকা সহজে প্রাপ্তি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, আঞ্চলিক ছুটি, পরীক্ষার ফি ও সমাপনী পরীক্ষা সংক্রান্ত নানা সুপারিশ উঠে আসে।

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন। সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী ইন্সট্রাক্টরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টেস্টে ফেল: স্কুলে তালা দেওয়া সেই ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে টেস্ট (নির্বাচনি) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেন আরিফ নামের এক শিক্ষার্থী। পরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে তিনি শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।

১৭ ঘণ্টা আগে

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের ৩ শ্রমিক নিহত

জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

১৮ ঘণ্টা আগে

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আহত যুবক হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে। ঘটনার পর সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে।

১৯ ঘণ্টা আগে

'গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য'

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

২০ ঘণ্টা আগে