'ষড়যন্ত্রকারীদের ইদুরের গর্ত থেকে বের করে বিচার করা হবে’

রাজশাহী ব্যুরো

‘ফ্যাসিবাদের কবর রচনা ও বাংলার ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বানে রাজশাহীতে সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে তৃতীয় দিন আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে এ সমাবেশে করেন তারা। শুধু তাই নয়, জাতীয় শোক দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজশাহী দখলে রেখেছিলেন শিক্ষার্থীরা। ফলে এ দিন রাজশাহীর কোথাও জাতীয় শোক দিবস পালিত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মেশকাত চৌধুরী মিশু বলেন, সারা দেশের ছাত্র-জনতা আজ জেগে উঠেছে। ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামানোর যে অভিজ্ঞতা আমাদের হয়েছে তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে, স্বৈরাচার আছে তাদের আমরা অভিজ্ঞতা শিখিয়ে দেব যে, কীভাবে ফ্যাসিবাদের কবর রচনা করতে হয়।

তিনি আরও বলেন, যারা যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যাদের হাত আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আমরা ছাড়বো না। তারা যেখানেই থাকবে সেখানেই দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাসেলস ভাইপারের কথা মনে আছে। এ সাপ কিন্তু এখনও কোনা-কাঞ্চিতেও ছড়িয়ে আছে। এমন রাসেলস ভাইপারদের সবগুলোর বিষদাঁত ভেঙেই তারপর আমরা ঘরে ফিরবো। ফ্যাসিবাদি আওয়ামী মহাজোট, প্রশাসন, বিদেশি দূতাবাসসহ বিভিন্ন জায়গায় থেকে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং এদেশের ছাত্রজনতার বিজয়কে নস্যাৎ করার স্বপ্ন দেখছে তাদেরকে ইদুরের গর্ত থেকে বের করে বিচার করা হবে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়। গুঁড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ও। নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে। কেউ শোক দিবস পালন করতে আসেননি।

এদিকে, শোক দিবসে আওয়ামী লীগ মাঠে নামতে পারে, এমন সম্ভাবনা থেকে আগের দিন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী। ঘোষণা অনুযায়ী বেলা ১১টা থেকে নগরীর তালাইমারী, রেলগেট ও সিঅ্যান্ডবি মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সবাই সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে সমাবেশ করেন। দুপুর পর্যন্ত চলা সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

রাবি শিক্ষার্থী মোজাহিদ শুভ'র সঞ্চালনায় সমাবেশে রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মামুন হোসেন বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা, মেহেদী সজিব, মেহেদী হাসান মুন্না, মোহাম্মদ মাসুদ, সালাউদ্দিন আম্মার, সাংবাদিক রাশেদ রাজন এবং রাজশাহী জেলা শাখার সমন্বয়কগণ বক্তব্য দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা সফল করতে কাজ করছেন।

১৫ ঘণ্টা আগে

ময়মনসিংহে নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় দুপক্ষের মধ‍্যে বিরোধে ছুরিকাঘাত করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে

উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতদের তিনজনই ঈশ্বরগঞ্জের

নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরার একটি ভাড়া বাসায় থাকতেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) সকালে তাদের ভাড়া বা

১৮ ঘণ্টা আগে

গণভোটের প্রচারে গিয়ে অফিসে অনুপস্থিত, সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

তবে গণভোটের প্রচারে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাকে শোকজ করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ শোকজ নোটিশ জারি করেন।

১৮ ঘণ্টা আগে