বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: প্রধান উপদেষ্টার প্রেসউইংয়ের নিন্দা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২: ৩৭
কুমিল্লায় গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রেসউইং থেকে জানানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসউইং গণমাধ্যমে এ সংক্রান্ত এক বার্তা পাঠিয়েছে।

বার্তায় বলা হয়, চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এ ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেসউইং জানিয়েছে, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। তবে সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং।

এর আগে রোববার রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ আব্দুল হাই কানুকে ধরে আনেন। তার পরনে ছিল পাঞ্জাবি ও লাল কটি, গলায় জুতার মালা। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আব্দুল হাই যেন বাড়ি থেকে বের হয়ে যান। আরেকজন তাকে কুমিল্লা থেকেই বের হয়ে যেতে বলেন।

খোঁজ নিয়ে জানা যায়, মুক্তিযোদ্ধার আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাইকে হেনস্তার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যৌন নির্যাতনের শিকার ৫ বছরের শিশু, ব্যবস্থা নেয়নি পুলিশ

পরিবারের অভিযোগ, ঘটনাটি তারা জানার পর পুলিশকে জানালেও পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেয়নি।

২ দিন আগে

সাপের কামড়ে প্রাণ গেল ইজিবাইকের চালকের

২ দিন আগে

হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড, পান বরজের ব্যাপক ক্ষতি

ঝড়ের কবলে পড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ঝড়ের পর গাছে চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর দুটি, নুরুল ইসলামের একটি, আব্দুর রহিমের দুটি, আবু সিদ্দিকের একটি ও ইদ্রিস আলীর দুটি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের দুটি, শাহ্ নেওয়াজের একটি ও সিরাজুল ইসলামের একটি বসতঘর ভেঙে গেছে

২ দিন আগে

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২ দিন আগে