বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: প্রধান উপদেষ্টার প্রেসউইংয়ের নিন্দা
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রেসউইং থেকে জানানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসউইং গণমাধ্যমে এ সংক্রান্ত এক বার্তা পাঠিয়েছে।
বার্তায় বলা হয়, চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মানহানির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এ ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রেসউইং জানিয়েছে, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। তবে সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসউইং।
এর আগে রোববার রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ আব্দুল হাই কানুকে ধরে আনেন। তার পরনে ছিল পাঞ্জাবি ও লাল কটি, গলায় জুতার মালা। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, আব্দুল হাই যেন বাড়ি থেকে বের হয়ে যান। আরেকজন তাকে কুমিল্লা থেকেই বের হয়ে যেতে বলেন।
খোঁজ নিয়ে জানা যায়, মুক্তিযোদ্ধার আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাইকে হেনস্তার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।