চট্টগ্রামেও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল সংগঠক নগরীতে মশাল মিছিল বের করে। মিছিল নিয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরীর জামালখান এলাকায় গিয়ে বিক্ষোভ ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন।
স্থানীয়রা জানান, মিছিল-স্লোগানে চট্টগ্রাম নগরীর জামালখানসহ আশপাশের এলাকা উত্তাল হয়ে ওঠে। এ সময় ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ফ্যাসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে বিক্ষুব্ধদের।
গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হানিফের কুষ্টিয়ার বাড়ি
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মশাল মিছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের দিকে যায়। মিছিল নিয়ে ছাত্র-জনতা পুরনো একাডেমিক ভবনের পেছনে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করে।
এরপর মশাল মিছিলটি জামালখান এলাকার দিকে যায়। সেখানে প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবের নিচে শেখ মুজিবের ম্যুরাল ভাঙা হয়। এরপর জামালখান মোড়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে থাকা শেখ মুজিবের একাধিক প্রতিকৃতি ভাঙচুর করা হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলছে, শেখ হাসিনা ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পতিত শেখ হাসিনা ও তার দোসররা। দেশকে ধ্বংস করার জন্য ফেব্রুয়ারিতে কর্মসূচিও ঘোষণা করেছে আওয়ামী লীগ। ছাত্র-জনতা এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।
আরও পড়ুন-
ভাঙচুর-আগুনের পর এখন বুলডোজার-ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শেখ মুজিবের বাড়ি
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রিত শেখ হাসিনার ভাষণ দেওয়াকে ঘিরে এ দিন রাত ৮টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয় ছাত্র-জনতা। এখন বুলডোজার, এক্সক্যাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আগুন দেওয়া হয়েছে ধানমন্ডি ৫/এ ঠিকানায় অবস্থিত শেখ হাসিনার পারিবারিক বাসভবন সুধাসদনে।
এ ছাড়া খুলনায় ‘শেখ বাড়ি’ নামে পরিচিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ি গুঁড়িয়ে দেওয় হয়েছে। সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাড়ি।