হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাঁচ-ছয়জন সমর্থক আহত হয়েছেন।
হান্নানসহ এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি নামধারী কিছু লোক তাদের ওপর হামলা করেন। হান্নান জানিয়েছেন, এরা বিএনপি থেকে বহিষ্কৃত। স্থানীয় বিএনপিও জানিয়েছে, এ হামলার বিষয়ে তাদের কিছু জানা নেই।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। পরে হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা জাহাজমারা বাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। হামলাকারীরাও তাদের থেকে কিছুটা দূরে অবস্থান নিয়েছে।
এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, শনিবার থেকে হান্নান হাতিয়ায় অবস্থান করছেন। সোমবার বিকেলে জাহাজমারা বাজারে যান তিনি। ইফতারের পর বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপি নামধারী কিছু লোক অতর্কিতে পথসভায় বাধা দেন এবং হান্নানের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় এনসিপির কয়েকজন আহত হন।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুকুল আহমদ জানান, বিএনপির একটি মিছিল হান্নান মাসউদের পথসভার স্থানে পৌঁছালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে হান্নান মাসউদ তার সমর্থকদের নিয়ে হাটের পাশে রাস্তায় অবস্থান নেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনায় বাজারের কেনাবেচা বিঘ্নিত হয়।
পুলিশ জানিয়েছে, রাত ১১টাতেও দুপক্ষই সড়কে অবস্থান নিয়েছিল।