ফরিদপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িচাপায় রাসেল শেখ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরের জিপি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বেরুলিয়া এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক কাওসার আহমেদ।
তিনি জানান, রাসেল শেখ বালিয়াকান্দীর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চাচার বাসার দিকে যাচ্ছিলেন। শিবরামপুর জিপি টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।