বড়লেখায় আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদানের হিড়িক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩: ৩৫
বিএনপির আয়োজিত এক নির্বাচনি সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন শাখার পদধারী বেশ কয়েকজন নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদের অনেকের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে। কেউ কেউ কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন, আবার কেউ গ্রেপ্তার আতঙ্কে দীর্ঘদিন প্রকাশ্যে ছিলেন না।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম টেক্কা ও আব্দুস সালাম সোনামনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সেবুল, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া, যুবলীগ নেতা ফখরুল ইসলাম ফখইসহ আরও কয়েকজন নেতাকর্মী।

এ সময় বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, বিএনপি নেতা মজাইদ আলী, আব্দুস সহিদ পটল, যুবদল নেতা সাইফুর রহমান প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রেপ্তারের ৬ দিন পর লক্ষ্মীপুর কারাগারে হাজতির মৃত্যু

‘হাজতি আবুল বাশার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

৩ ঘণ্টা আগে

সুনামগঞ্জ-৫: একই মঞ্চে মিলন-মিজান, ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ছাতক-দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় তারা প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন।

৪ ঘণ্টা আগে

গুলশান-বনানী-বারিধারা-নিকেতনকে ‘নীরব এলাকা’ ঘোষণা

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আগামী ২৫ জানুয়ারি হতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় (সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকা) উল্লিখিত আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক শান্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করা হবে এবং পরিবেশ অধিদপ্ত

২১ ঘণ্টা আগে

এমন জাদুঘর যেন আর তৈরি করতে না হয়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘এই জাদুঘর জুলাই শহিদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে, যা গোটা পৃথিবীর বুকে এক নজিরবিহীন দৃষ্টান্ত। তবে আমরা চাই না ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন হয়।’

২১ ঘণ্টা আগে