বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খুলনার ‘শেখ বাড়ি’

খুলনায় ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা। খুলনা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে ওই বাড়িটি গুঁড়িয়ে দিতে। এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের সময়ও ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা ঘোষণা দিয়ে ওই বাড়িতে ভাঙচুর চালান। সেখানে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায় ছাত্র-জনতাকে।
খুলনা শহরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল সেখানে থাকতেন। শেখ হেলাল ও শেখ জুয়েল সংসদ সদস্য ছিলেন।
ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, চলছে ভাঙচুর
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন দেয় ছাত্র-জনতা। পরদিন ৫ আগস্ট সেখানে ভাঙচুর চালানো হয়, আবার আগুন দেওয়া হয়। বাড়ির মালামালও লুটপাট করা হয়। বাড়িটির অবকাঠামোটুকুই টিকে ছিল এতদিন। বুধবার সেটিও ভেঙে ফেলা হচ্ছে।
নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য দেবেন— মঙ্গলবার রাতে ছাত্রলীগের ফেসবুক পেজে এ খবর জানিয়ে পোস্ট করার পর থেকেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘোষণা আসে শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে শেখ হাসিনা সেই বক্তব্য দিতে শুরু করেন। তবে এর আগেই রাত ৮টার দিকে ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিরে ফটক ভেঙে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে। এর ঘণ্টাখানেক পরই খুলনায় শেখ বাড়িতে ভাঙচুর শুরু হয়।