top ad image
top ad image
home iconarrow iconমাঠের রাজনীতি

শার্শায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রোকনের মৃত্যু

শার্শায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত রোকনের মৃত্যু

যশোরের শার্শায় মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত আব্দুর রশিদ রোকন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত-রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রোকন শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বাগআঁচড়া বাজারের নারিস ফিস ফিড ডিলারের দোকানের ম্যানেজার ছিলেন।

রোকনুজ্জামানের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দুই দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২ টার পরপরই তার মৃত্যু হয়।

এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়ায় ফিরছিলেন। যশোর-সাতক্ষীরা-নাভারন সড়কের কুচেমোড়া নামক এলাকায় ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এলাকার লোকজন গনধোলাই দিয়ে দুই ছিনতাইকারী হৃদয় ও ফয়সালকে পুলিশে সোপর্দ করে। পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রবিউল ইসলাম জানান, মরদেহ বাড়িতে আনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর মর্গে ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে। ছিনতাই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত করা হবে। সেই ভাবে আইনি প্রক্রিয়া চলছে।

r1 ad
r1 ad
top ad image