top ad image
top ad image
home iconarrow iconমাঠের রাজনীতি

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে পদ থেকে অব্যাহতি

মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে পদ থেকে অব্যাহতি

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এইচ পিপুল কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত ১৯ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদক কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। পরে গত ২১ মার্চ নোটিশের জবাব দেন তিনি। জবাবটি সন্তোষজনক না হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এইচ পিপলু আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ রোববার (৩০মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন। মদন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে যান মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এইচ পিপুল আহমেদ। তিনি পিআইওর কাছে টিআর কাবিখা প্রকল্পের জন্য আটটির তালিকা দেন। পরে পিআইও প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর কে মারধর করার জন্য উদ্যত হন। পরে উপস্থিত অন্যান্য লোকজনের চেষ্টায় পিপুল কে শান্ত করা হয়। এ বিষয়টি পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে জানাজানি হয়।

এ ব্যাপারে এস.এইচ পিপলু আহমেদ জানান, আমি যড়ষন্ত্রের শিকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নিধনে আমাকে প্রায় ২২টি রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে। ৯ বার জেল কেটেছি। তবে আমি আমার মানবিক কাজগুলো চালিয়ে যাব।

তিনি আরও জানান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসানের সমন্বয়ে গত ১৮ জুলাই মদনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো ছাত্রদলের নবাবকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং সম্প্রতি খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে আমার ছাত্রদলের নিহত কর্মীর মা’কে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন বলে জানান তিনি।

r1 ad
r1 ad
top ad image