দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল হককে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
রাজশাহী জেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী ৯ মার্চ রাজশাহীর কাটাখালী পৌরসভার নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র পদে নির্বাচন করছেন সিরাজুল হক। এ ছাড়া গত রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তিনি। সিরাজুল হক গত বছরের ৬ মে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাইছার মেমোরিয়াল হাসপাতালে শিক্ষক সমাজের সঙ্গে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগদেন এবং তার পক্ষে বক্তব্য রাখেন।
ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজুল হককে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা বিএনপির একাধিক নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে অধ্যাপক সিরাজুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।