ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণে আইনি নোটিশ\n
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত থেকেই সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। ভোর ৫ টার দিকে দেখার হাওরে মাছের চাই তুলতে যান জালাল উদ্দিন ও জসিম উদ্দিন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তাদের ওপর বজ্রপাত পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বেলা বাড়লে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে শুরু করেন। পরে হাওরে গিয়ে তাদের মরদেহ পাওয়া যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। তারা ভোরের দিকে দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে