top ad image
top ad image
home iconarrow iconমাঠের রাজনীতি

বিরামপুর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বিরামপুর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দিনাজপুরের বিরামপুরে অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২২ সালে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলার আসামি তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় খায়রুলকে। খায়রুল বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত ফসি উদ্দিন মন্ডলের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

পুলিশ জানিয়েছে, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারধরের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় হত্যা মামলা হয়। মামলায় খায়রুল আলম রাজুসহ ১১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াই থেকে তিন শ ব্যক্তিকে আসামি করা হয়।

r1 ad
r1 ad
top ad image