বার্ন ইনস্টিটিউটে অন্তত ২০ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের ৭০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের বেশির ভাগই শিক্ষার্থী। ছবি: ফোকাস বাংলা

উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহত অন্তত ৭০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। এর মধ্যে অন্তত ২০ জন অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের এখানে যারা ভর্তি আছে তাদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। তৃতীয় শ্রেণি থেকে অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থী তারা।

সংকটাপন্ন রোগীদের কথা তুলে ধরে এই চিকিৎসক বলেন, এখানে ২০ জনের মতো আছে, যাদের শরীরের ৫০ শতাংশ থেকে শুরু করে শতভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। আমরা চেষ্টা করছি। কিন্তু তারা শারীরিকভাবে অত্যন্ত ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

হাসপাতালে ভিড় না করার অনুরাধ জানিয়ে ডা. মারুফুল বলেন, এখানে যারা আসছেন তারা শিশুদের ভালোবেসেই আসছেন। কিন্তু মানুষের উপস্থিতিতে শিশুদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে। তাই যত কম মানুষ আসবেন ততই ভালো।

তিনি আরও বলেন, ওষুধ থেকে শুরু করে শিশুদের জন্য যা যা লাগবে, তার সবকিছুই আমরা এখান থেকে সরবরাহ করছি। এখানে ওষুধসহ সবকিছু পর্যাপ্ত পরিমাণে আছে। তারপরও এখানে কোনো ওষুধ না থাকলে আমরাই সেটার ব্যবস্থা করব। ফলে কাউকে কিছু আনতে হবে না। সবার প্রতি অনুরোধ, এখানে ভিড় করবেন না।

এ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন চাঁদ সুলতানা চৌধুরানী, পরিচালক (চলতি দায়িত্ব), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মো. মেসবাহ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

১৪ ঘণ্টা আগে

২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত জুনের হিসাব অনুযায়ী, তারা জেট ফুয়েল বিক্রি বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে প্রায় ২১০০ কোটি টাকা পাবে। জুলাইয়ে কিছু বকেয়া পরিশোধ করেছে বিমান। তারপরও বকেয়ার পরিমাণ ২০০০ কোটি টাকার বেশি হবে। দেনার এ অর্থ পরিশোধ না করেই মুনাফা ঘোষণা করেছ

১৪ ঘণ্টা আগে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হলেন রেহেনা পারভীন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিলম্বের ঘটনায় আলোচিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে ২২ জুলাই প্রত্যাহার করা হয়। ২৩ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৪ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হলে প্রার্থী ১৭৯১

তথ্য অনুযায়ী, সোমবার কেন্দ্রে ৪৪২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬, মাস্টার দা সূর্যসেন হলে ৯০, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন্নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দিন হলে ৭৪

১৫ ঘণ্টা আগে