২০১৮ নির্বাচনে জড়িত
বেনজীর-আছাদুজ্জামানসহ ১০৩ পুলিশের বিপিএম-পিপিএম পদক বাতিল

২০১৮ সালে অনুষ্ঠিত ‘বিতর্কিত’ দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ও কর্মরত ১০৩ কর্মকর্তার ২০১৮ সালের বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার। বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও বিপিএম-সেবা এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম ও পিপিএম-সেবা— এই চার ধরনের পদক ওই সময় যে যে পেয়েছিলেন, সবগুলো পদকই প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
১০৩ পুলিশ কর্মকর্তার মধ্যে রয়েছেন আটজন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদের কর্মকর্তা, আছাদুজ্জামান মিয়াসহ মহানগর পুলিশের কমিশনার পদের ছয়জন। রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। আরও রয়েছেন নির্বাচনের সময় ৬৪ জেলায় দায়িত্বরত পুলিশ সুপার (এসপি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা রোববার (২৩ ফেব্রুয়ারি) পদক প্রত্যাহারের এ প্রজ্ঞাপন জারি করেছে। তবে প্রজ্ঞাপনের কথা জানা গেছে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)।
সিনিয়র সহকারী সচিব তৌছিস আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে দেওয়া ‘বাংলাদেশ পুলিশ পদক ২০১৮’-এর বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা পদক নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
প্রজ্ঞাপনে দেওয়া ১০৩ কর্মকর্তার তালিকা থেকে দেখা যায়, তাদের মধ্যে ২২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বাকিরা এখনো কর্মরত। অবসরপ্রাপ্ত চারজন র্যাব কর্মকর্তা রয়েছেন ২০ জন।
যে ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে তাদের তালিকা দেখুন এখানে—