মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

বোরকা পরে ঢুকে স্কুল ড্রেসে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী আয়েশা বোরকা পরে বাসায় ঢুকেছেন, কিন্তু কিছুক্ষণ পরই স্কুল ড্রেস পরে বেরিয়ে গেছেন। চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মীর অস্বাভাবিক এই আচরণ এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। ঘাতক কে খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা লাওয়াল বিনতে আজিজের (১৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন লায়লার স্বামী আজিজুল। তিনি জানান, সকাল ১১টার পর বাসায় ফিরে ঘরের মেঝে ও দেওয়ালজুড়ে রক্ত দেখতে পান এবং স্ত্রী-মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। নাফিজাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশের উপস্থিতিতে লায়লা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সকাল ৭টা ৫২ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা কালো বোরকা পরে বাসায় প্রবেশ করছেন। ঠিক এক ঘণ্টা ৪৪ মিনিট পর, সকাল ৯টা ৩৬ মিনিটে তাকে বাসা থেকে বের হতে দেখা যায় স্কুল ড্রেস পরে। পোশাক বদলে বের হওয়াকে পুলিশ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছে।

পাশের বাসিন্দা এবং স্বজনরা জানান, নাফিজার সেদিন ছিল শেষ বার্ষিক পরীক্ষা। এমন দিনে মা-মেয়ের ওপর এমন নৃশংসতা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান।

তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান বলেন, ‘সিসিটিভির ফুটেজ ও অন্যান্য আলামত পরীক্ষা করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী আয়েশা বিহারি ক্যাম্পে থাকতেন বলে জানা গেলেও তার বিস্তারিত তথ্য পরিবার দিতে পারেনি। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি একা নাকি পরিকল্পিতভাবে হয়েছে—তা নিশ্চিত হতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মার্কিন ভিসা বন্ডের তালিকায় নামের দায় আগের সরকারের: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, বরং ইমিগ্রেশনে যাদের সমস্যা আছে তাদের সবার জন্য। এটি অস্বাভাবিক না হলেও দুঃখজনক ও কষ্টদায়ক। বন্ডের তালিকায় নাম ওঠার পেছনে পূর্ববর্তী সরকারের দায় রয়েছে; তারা সঠিক নীতিনির্ধারণ করতে পারেনি। বর্তমান সরকার এটি সমাধানের চেষ্টা করবে।

১৫ ঘণ্টা আগে

ডাটা লোকালাইজেশনে পরিবর্তন এনে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন

এ ছাড়া ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হয়েছে এবং কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এতে দেশে বিদেশি বিনিয়োগ ও ক্লাউডভিত্তিক সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে সরকার।

১৫ ঘণ্টা আগে

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী ঋণখেলাপি তালিকায়, ভোট নিয়ে সংশয়

সংসদ নির্বাচনে এ আসনে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির সঙ্গে নির্বাচনি জোট হওয়ায় হাসনাতকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে।

১৭ ঘণ্টা আগে

নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইইউ

ইভারস ইয়াবস বলেন, আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউয়ের ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।

১৭ ঘণ্টা আগে