top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার

পুলিশের পোশাক গোলাপী করার আহ্বান উমামার

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের নতুন পোশাক হবে ‘আয়রন’ রঙের, র‌্যাবের ‘অলিভ’ আর আনসার বাহিনীর ‘গোল্ডেন হুইট’ রঙের।

নতুন এ পোশাক নিয়ে নেট দুনিয়ায় বেশ আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি বক্তব্য ভাইরাল হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক পুলিশের ইউনিফর্ম গোলাপী করার আহ্বান জানিয়েছেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশকে দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে গোলাপি ভালো একটি প্রতীক পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।

তবে এ নিয়ে তিনি আরও বলেন, যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়।

পুলিশের পোশাক পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণার আগে নাকি পরে উমামা এই সাক্ষাৎকারটি দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারের দাবি ওঠে। সেখানে পুলিশের পোশাক পরিবর্তনের দাবিটিও ছিল।

r1 ad
r1 ad
top ad image