top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ইজতেমা মাঠে সংঘর্ষ: ওয়াসিফুলদের আগাম জামিন চেয়ে আবেদন

ইজতেমা মাঠে সংঘর্ষ: ওয়াসিফুলদের আগাম জামিন চেয়ে আবেদন

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের ঘটনায় করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মাওলানা সাদ অনুসারী প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৫ জন। গত রবিবার (২১ ডিসেম্বর) এই আবেদন করা হয়।

আইনজীবী মোহাম্মদ শাহীন হাওলাদার জানান, এ ঘটনায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক শ জনকে আসামি করে মামলা করা হয়। মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম নামের এক ব্যক্তি টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- কাজী এরতেজা হাসান, ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, শফিউল্লাহ, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ প্রমুখ।

r1 ad
r1 ad