বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। সমীকরণ একদম সহজ। কিন্তু সেটা তো দূরের কথা ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। ৮ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল নাজমুল হোসেন শান্তর দল।
তাতে সুপার এইট থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।
ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানে। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।