ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী সুইট (২৫) ও নাহিদ (২০) নামের দুই নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।
নিহত সুইট পুরাতন বাস্তপুর গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তবপুরে ফিরছিল। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের টলির পেছনে ধাক্কা লাগলে দুইজনই ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।