top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ভয়েস অব আমেরিকার জরিপ

৫৮% মানুষের মত— আ.লীগের চেয়ে দেশ ভালো চালাচ্ছে অন্তর্বর্তী সরকার

৫৮% মানুষের মত— আ.লীগের চেয়ে দেশ ভালো চালাচ্ছে অন্তর্বর্তী সরকার
৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

মাস তিনেক আগে ক্ষমাতচ্যুত আওয়ামী লীগের তুলনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ ভালোভাবে পরিচালনা করছে বলে মনে করেন ৫৮ শতাংশেরও বেশি মানুষ। আর অন্তর্বর্তী সরকার দেশ শাসনে আওয়ামী লীগের চেয়ে খারাপ করছে বা একই রকম করছে, এমন মনে করছেন ৪০ দশমিক ৫ শতাংশ।

এমন তথ্য উঠে এসেছে ভয়েস অব আমেরিকার একটি জরিপে। ‘আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ভালো, খারাপ, নাকি একই রকম করছে?’— জরিপের এমন প্রশ্নের জবাব থেকে পাওয়া গেছে এমন পরিসংখ্যান।

জরিপে আরও উঠে এসেছে— যারা মনে করছেন অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে দেশ শাসনে খারাপ করছে তাদের সংখ্যা ২০ দশমিক ৪ শতাংশ, একই রকম করছে বলে মত দিয়েছেন ২০ দশমিক ১ শতাংশ। জরিপে অংশ নেওয়াদের মধ্যে শূন্য দশমিক ৮ শতাংশ এ প্রশ্নের উত্তরে বলেছেন, তারা জানেন না। আর শূন্য দশমিক ৩ শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাস দুয়েক পর ভয়েস অব আমেরিকা বাংলা এই জরিপটি চালিয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা— এসব বিষয়ে ১৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জরিপটি চালানো হয়। দেশের আট বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে ভয়েস অব আমেরিকা বাংলার পক্ষে জরিপটি চালায় ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড।

জরিপে উঠে এসেছে— যারা শহরে থাকেন, তুলনামূলকভাবে বেশি সংখ্যায় সেসব উত্তরদাতারা (৬১ দশমিক ৯ শতাংশ) অন্তর্বর্তী সরকার বেশি ভালো করছে বলে মত দিয়েছেন। গ্রামে বসবাসকারীদের মধ্যে এই হার ৫৭ দশমিক ৩ শতাংশ।

পুরুষ উত্তরদাতাদের ৬২ শতাংশ ও নারী উত্তরদাতাদের ৫৪ দশমিক ৮ শতাংশ তুলনায় অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় বেশি ভালো বলে মত দিয়েছেন। তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪ বছর বয়সী) মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ মনে করেন, অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে। আর ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীদের মধ্যে এই মত জানিয়েছেন ৫৮ দশমিক ১ শতাংশ উত্তরদাতা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বর্তমান সরকারের পক্ষেই বেশি মানুষ ইতিবাচক উত্তর দিয়েছেন জরিপে। ৬৩ দশমিক ২ শতাংশর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে।

গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার যেসব ক্ষেত্রে ভালো কাজ করছে বলে জরিপের উত্তরদাতারা মনে করছেন, তার মধ্যে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যা ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রশাসনের অন্যতম উদ্বেগের বিষয় ছিল।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতা (৬৩ দশমিক ২ শতাংশ) মনে করেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো করছে। ২১ দশমিক ৪ শতাংশ মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগের আমলের চেয়ে খারাপ। আর ১৪ দশমিক ৫ শতাংশ মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুই সরকারের আমলে একই রকম আছে।

উত্তরদাতাদের মধ্যে পুরুষরা (৬৭ শতাংশ) অন্যদের তুলনায় বেশি সংখ্যায় মত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো নিয়ন্ত্রণে রেখেছে। নারীদের মধ্যে এমনটি মনে করেন ৫৯ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা।

তরুণদের (১৮ থেকে ৩৪) মধ্যে ৬২ দশমিক ৭ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সীদের ৬৩ দশমিক ৭ শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগের চেয়ে বেশি সফল। এদিকে শহরের উত্তরদাতাদের ৬৪ দশমিক ৬ শতাংশ ও গ্রামের উত্তরদাতাদের ৬২ দশমিক ৭ শতাংশ একই মত জানিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভালো করছে, উত্তরদাতাদের (৬৩ দশমিক ২ শতাংশ) এই মত অবশ্য জনগণের নিরাপত্তার মতো বড় অনুভূতিতে রূপান্তরিত হয়নি। জরিপে অংশ নেওয়া ৪৯ দশমিক ৮ শতাংশ মনে করেন, তারা অন্তর্বর্তী সরকারের অধীনে আগের চেয়ে বেশি নিরাপদ। তার চেয়ে সামান্য হলেও বেশিসংখ্যক— ৪৯ দশমিক ৯ শতাংশ মনে করছেন, তারা আওয়ামী আমলেই বেশি বা একই রকম নিরাপদ বোধ করেছেন।

আওয়ামী আমলেই নিজেদের অন্তর্বর্তী সরকারের সময় থেকে বেশি নিরাপদ বোধ করছে— এমন উত্তরদাতাদের সংখ্যা ২৩ শতাংশ, আর ২৬ দশমিক ৯ শতাংশ মনে করেন, দুই সরকারের আমলে নিরাপত্তার দিক থেকে তারা একই রকম বোধ করছেন।

অপেক্ষাকৃত বয়স্ক (৩৫ বছরের বেশি), পুরুষ ও শহরাঞ্চলের উত্তরদাতাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে তারা আওয়ামী লীগ আমলের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন বলে অভিমত বেশি।

শহরের উত্তরদাতাদের ৫৪ দশমিক ৪ শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগ আমলের তুলনায় বেশি নিরাপদ বোধ করেন। বিপরীতে গ্রামীণ উত্তরদাতাদের মধ্যে এমনটি বোধ করেন ৪৮ দশমিক ৩ শতাংশ। পুরুষ উত্তরদাতাদের ৫২ দশমিক ১ ও নারী উত্তরদাতাদের মধ্যে ৪৭ দশমিক ৫ শতাংশ অন্তর্বর্তী সরকারের আমলে আগের সরকারের সময়ের থেকে বেশি নিরাপদ বোধ করেন।

এই আমলে, আওয়ামী লীগ আমলের তুলনায় অপেক্ষাকৃত বেশি নিরাপদ বোধ করার কথা জানিয়েছেন ৩৫ বছরের বেশি উত্তরদাতাদের ৫৪ দশমিক ২ শতাংশ ও তরুণদের মধ্যে (১৮ থেকে ৩৪) ৪৫ দশমিক ৭ শতাংশ।

r1 ad
r1 ad
top ad image