top ad image
top ad image
home iconarrow iconখবরাখবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬০ জন
হাতপাতালে ভর্তি ডেঙ্গুরোগীরা। ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের বরিশালে বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন, চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

শনিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ৩৮৬ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২৯ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৬০৭ জন। এর মধ্যে দুই হাজার ১৯১ জন পুরুষ এবং এক হাজার ৪১৬ জন মহিলা রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৩ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২৩ জন মহিলা রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

r1 ad
r1 ad
top ad image