প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন এখন ১০ম গ্রেডে

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অবশেষে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। এতদিন তারা ১১তম গ্রেডে বেতন পেতেন। এর ফলে এখন এসব শিক্ষকের মূল বেতন বাড়বে কমপক্ষে ৩৫০০ টাকা।

গত ১৫ ডিসেম্বর প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর প্রজ্ঞাপনটি সই করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

বেতন গ্রেড বাড়ানোর আগে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হতো ১২ হাজার ৫০০ টাকা দিয়ে, সর্বোচ্চ ধাপ ছিল ৩০ হাজার ২৩০ টাকা। গ্রেড বেড়ে যাওয়ায় এখন তাদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা দিয়ে, যার সর্বোচ্চ ধাপ ৩৮ হাজার ৬৪০ টাকা।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে দশমে উন্নীত করার দাবি দীর্ঘ দিনের। এ নিয়ে আইনি প্রক্রিয়াতেও যেতে হয়েছে প্রধান শিক্ষকদের। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত রায় দেন, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিতে হবে।

দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। দেশের বাকি সব প্রধান শিক্ষকের (৬৫ হাজার ৫০২ জন) বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়াও শুরু করা হয়।

এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতিতে সম্মতি দেয় অর্থ বিভাগ। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিও এ প্রক্রিয়া অনুমোদন করে। সব ধাপ শেষ করে শেষ পর্যন্ত প্রজ্ঞাপন এলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও দীর্ঘ দিন ধরে বেতন গ্রেড বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। তারা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন, যাতে মূল বেতন শুরু ১১ হাজার টাকা দিয়ে। তারা ১১তম গ্রেডে বেতন উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের এ দাবি জাতীয় বেতন কমিশনে পাঠিয়েছে। বেতন কমিশন সুপারিশ করলে অর্থ বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছেলের শখের সাগরযাত্রাই হলো শেষযাত্রা: ট্রলারডুবিতে বাবা-ছেলের মৃত্যু

সাগরে ট্রলারডুবির ঘটনায় বাবা ও তার ১২ বছর বয়সী ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শখের বশে বাবার সঙ্গে মাছ ধরা দেখতে সাগরে গিয়েছিল শিশু সিয়াম। কিন্তু বঙ্গোপসাগরের সেই আনন্দের যাত্রাই পরিণত হয় বাবা–ছেলের জীবনের শেষযাত্রায়।

৪ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তির ৯ বছর পর পরীক্ষা, শেষ মুহূর্তে স্থগিত!

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘হিসাব সহকারী’ পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। নানা কারণে সে পদের নিয়োগ পরীক্ষা আর হয়নি। শেষ পর্যন্ত এ বছর আবার সে বিজ্ঞপ্তি পুনর্প্রকাশিত হয়েছিল। পরীক্ষার দিনও নির্ধারিত হয়েছিল। সেই পরীক্ষার কিছু সময় আগে চাকরিপ্রার্থীরা জানতে পারলেন, পরীক্ষা স্থগিত!

৪ ঘণ্টা আগে

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, ঝালকাঠিতে ৪ কর্মীসহ অ্যাডভেঞ্চার-৯ আটক

চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঝালকাঠি লঞ্চঘাট থেকে অ্যাডভেঞ্চার-৯ নামের একটি লঞ্চসহ এর চারজন কর্মীকে আটক করেছে জেলা পুলিশ।

৬ ঘণ্টা আগে

৭ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, চলতে পারে সপ্তাহ জুড়ে

শুক্রবার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসের তথ্য বলছে, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে— ৯ ডিগ্রি সেলসিয়াস।

৮ ঘণ্টা আগে