আজ পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১০: ৩৬
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁয়ে) ও মাহফুজ আলম (ডানে)। ছবি: কোলাজ

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করছে, যা আজ বুধবার সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হতে পারে।

মাহফুজ আলম সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে। ফলে দুই উপদেষ্টার পদত্যাগে সরকারের তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হবে।

সরকারের দায়িত্বশীল সূত্র দুই উপদেষ্টার পদত্যাগের খবর নিশ্চিত করেছে। তবে তাদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।

দুই উপদেষ্টা পদত্যাগ করলে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জন্য নতুন কাউকে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হবে নাকি বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে কিংবা প্রধান উপদেষ্টা নিজেই তিনটি দপ্তরের দায়িত্বে থাকবেন, সে বিষয়েও কোনো তথ্য এখন পর্যন্ত কেউ জানাতে পারেননি।

এদিকে আজ বুধবার বিকেল ৩টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলবেন। তবে সূত্র বলছে, সংবাদ সম্মেলন থেকে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। এ সময় মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ নিয়ে আলোচনা হয়। পরে সন্ধ্যা নাগাদ নিশ্চিত হওয়া যায়, তারা দুজন বুধবার নাগাদ সরকার থেকে সরে দাঁড়াবেন।

এর আগে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিলে গত সেপ্টেম্বর থেকেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। জ্যেষ্ঠ উপদেষ্টাদের অনেকেই মনে করেন, নির্বাচনের আগে এই দুজনের সরকার থেকে সরে দাঁড়ানো প্রয়োজন।

এর মধ্যে আসিফ মাহমুদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করে ‘যথাসময়ে’ সরকার থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। তবে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থিতার বিষয়টি স্পষ্ট করেননি। প্রার্থী না হলে সরকারের মেয়াদ পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকতে পারেন বলেও জানিয়েছিলেন।

জাতীয় নির্বাচনে প্রার্থিতা

দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা নিয়ে দীর্ঘ দিন ধরেই গুঞ্জন রয়েছে। মাহফুজ আলম এ বিষয়টি স্পষ্ট করেননি। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে, সংসদীয় আসন লক্ষ্মীপুর-১।

বিএনপি গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণার সময় এ আসনে প্রার্থী দেয়নি। পরে গত ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। সেখানেও এ আসনে কাউকে প্রার্থী করা হয়নি। গুঞ্জন ছিল, মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হলে সমঝোতার ভিত্তিতে তার জন্য আসনটি ছেড়ে দেবে বিএনপি।

পরে গত সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিজ দল বাংলাদেশ এলডিপি (বিএলডিপি) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন শাহাদাত হোসেন সেলিম। তিনি লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন বলে জানিয়েছেন। ফলে বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে মাহফুজ আলমের নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেকটাই নাকচ হয়ে গেছে।

এদিকে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কোন আসন থেকে কিংবা কোনো দলীয় ব্যানার থেকে তিনি প্রার্থী হবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।

আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরের ভোটার ছিলেন। গত ৯ নভেম্বর তিনি এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ঠিকানা দেখিয়ে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন নির্বাচন কমিশনে। অনেকের ধারণা, ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ) প্রার্থী হতেই ভোটার এলাকা পরিবর্তন করেছেন তিনি।

গুঞ্জন ছিল, আসিফ মাহমুদ বিএনপি থেকেও প্রার্থী হতে পারেন। কেননা প্রথম দফায় ২৩৭ প্রার্থীর তালিকায় এ আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি। পরে অবশ্য গত ৪ ডিসেম্বর এ আসনে শেখ রবিউল ইসলামকে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে বিএনপি থেকে তার নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে।

আসিফ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এখন পর্যন্ত এ আসনের জন্য দলটি থেকে কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। পদত্যাগের পর আসিফ জুলাই অভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বদের নিয়ে গড়া এই দলে যোগ দেবেন, এমন সম্ভাবনা কেউ উড়িয়ে দিচ্ছেন না। তবে আসিফ নিজে এখন পর্যন্ত বলেননি, তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন নাকি কোনো দলের হয়ে ভোটে দাঁড়াবেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন।

পরে এ বছরের ফেব্রুয়ারিতে নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গড়ে তোলেন। নাহিদের পদ্যাগের পর মাহফুজকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন।

ওই অভ্যুত্থানে শীর্ষ নেতৃত্বের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাহফুজ আলম সামনে না থাকলেও আন্দোলনের তাত্ত্বিক নেতা হিসেবে স্বীকৃত। সরকারে থাকা এই দুই উপদেষ্টা এনসিপির কোনো পদে না থাকলেও দলটির ওপর তাদের প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয় : তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সজিব ওয়াজেদ জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত ছিলেন, উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড তিনি।

১ ঘণ্টা আগে

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, জেলখানায় আগুন দেওয়ার পর সব কয়েদি পালিয়ে যায় এবং অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া অনেক কয়েদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

২ ঘণ্টা আগে

ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ রাষ্ট্রপতির

পরে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

২ ঘণ্টা আগে

নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন। এ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন তিনি।

২ ঘণ্টা আগে